ভূমিকম্পের আগে

ভূমিকম্পের আগে

তোমার কাঁপন দেখলেই বুঝতে পারি, কেউ
সমুদ্রে গভীর রাতে খেলেছে ঢেউখেলা। দিগন্তের
আড়মোড়া ভেঙে উঠছে পূবের সূর্য। কামকুয়াশায়
ভেজা পৌষের শেষ সন্ধ্যা- কয়েকটি রক্তজবা হাতে
অপেক্ষা করেছে আরেকটি কাঁপনের।

পৃথিবী কেঁপে উঠলে ভয় পায় মানুষ। মানুষ কেঁপে
উঠলে গোলাপ ছড়িয়ে দেয় তার প্রথম পরাগ।

পরাগায়ণের প্রথম নিশীথে- একটি উটপাখি কাঁধে
তুলে নিয়েছিল পৃথিবীর ভার। সেই পাখিটির একটি
পালক খসে পড়লেই আমাদের চারপাশে ভূমিকম্প
হয়। আমাদের প্রেমিকারা স্পর্শের বিজলীতে আবার
খুলে দেয় তাদের খোঁপার সম্ভার।

4 thoughts on “ভূমিকম্পের আগে

  1. সুন্দর কবিতা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম।

  2. চমৎকার একটি কবিতা।  সাবলীল প্রকাশভঙি, 

    আবেগের শৈল্পিক বুনন।  

  3. পৃথিবী কেঁপে উঠলে ভয় পায় মানুষ। মানুষ কেঁপে
    উঠলে গোলাপ ছড়িয়ে দেয় তার প্রথম পরাগ।

    * ভালো লাগা রেখে গেলাম কবি।

    শুভরাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।