একদিন আমিও তোর শহরটা
কিনে নিবো মন বিনিময়ে ।
একদিন তোর শহরে আমি একাই
রবো,কাকতড়ুয়ার বেশে ।
একদিন আমিও তোর শহরে
ঘর বানাবো রৌদ্র চিলেকোঠায়।।
প্রযত্নে লিখবো ‘তোকে চাই’ ।
অলস বিকেলে একলা হাঁটতে গিয়ে
যদি কখনও আমায় মনে পড়ে তোর,
তবে পাঠিয়ে দিস উড়ো চিঠি,
বে- নামি খামে ‘রৌদ্র চিলেকোঠায়’ ।।
এই শহরের কংক্রিটের আস্তরণ সরিয়ে
কোনো এক বিষন্ন বিকেলে
আমিও ঠিক খুঁজে নিবো তোর পায়ে
ধুলো ছড়ানো ‘ মাটির ঘ্রাণ’ ।
05/01/2018
মাটির ঘ্রাণ শব্দটিই আমাদের জীবনে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে। শুভেচ্ছা প্রিয় কবি।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন প্রিয়
অনেক সুন্দর হয়েছে লেখাটা। অভিনন্দন দাদা।
অশেষ কৃতজ্ঞতা জানবেন প্রিয় দিদি