শিক্ষানবিশ

এই
মুখরমাঘে
চলো- সমর মুক্ত হই, নিসর্গ যাপনে!
হিমাবেগে তীর্থ হই যুক্তমনে
শীতল নয়নে
শিখি বরফের সূত্র, জমাট বাঁধা শিলা কাহিনী…
নির্মল, নিরাসক্ত, পরম ভাষায়
চলো মাঘের গল্প বুনি। আর
শিশিরে ভেজা শস্য প্রকল্পের মোহিনী আলে
চলো
দেখি-উর্ণজালের লাবনী সংসার!…
মিহি রোদ্দুরে, ধ্রুপদী চাতালে, কলিকা করবীনে
এখনো রয়েছে সুষমা রাতের প্রভাব
ওমের ভূমিকা;
হলুদ চাদরে মধুমাখা ভ্রমরের গুঞ্জন!
চলো শিখি-
নদীর কৌমার্যে
শ্যাওলা ঢাকা নির্জন বাঁকে তরঙ্গের মন্থন…
দ্যাখো,
জাদুকরী মোহ
রসের কলসে মধুর বশে
মাঘের অতিথি পাখীর আহরণ,
তপ্ত আবেগে
গুপ্ত মদনে
এসো মুক্ত করি জড়যুক্ত যৌবন!
চলো চিনি সিক্ত সুখ…শিখি শৌর্যের সাধন।

দাউদুল ইসলাম
৫.১.১৮
Image: collect form Google

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “শিক্ষানবিশ

  1. 'এসো মুক্ত করি জড়যুক্ত যৌবন!
    চলো চিনি সিক্ত সুখ…শিখি শৌর্যের সাধন।'

    শেষ চরণে বাজিমাৎ করেছেন স্যার। গ্রেট জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।