ক ল র ব

সাড়া দাও । এই ঝেঁকে বসা শীতে। যদিও নীল চাউনিতে আম্বর রাগ। যদিও ওষ্ঠের কাঁপুনিতে কবিতারা গদ্য ময়…। মেঘ জমেছে সপ্তর্ষির বৃত্তে। কতকাল পর ভিজতে চাইছি… নদীর ত্রিমোহনায় , গুপ্ত স্রোতে। রুদ্ধ স্বরে বেহাগের সুর বাজছে চন্দ্রা অভিসারে, তপ্ত কণ্ঠে বুনেছে শ্লোক- রাতের ডাহুক। কুয়াশার চাদরে বুনেছি অর্গল, সুখ- অসুখ…
যদি তন্দ্রাচ্ছলে খসে যায় উত্তাপ, যদি বেড়ে যায় শীতের প্রকোপ, যদি সত্য বেরিয়ে পড়ে মাতাল প্রলাপে, তবে আমাকে চেপে রেখো দুর্ভেদ্য আড়ালে। অন্যথা-হতে পারে সর্বনাশ! যদি কুয়াশারা জেনে যায় আমাদের অনন্ত যাপন, গোপন ইতিহাস!…
ফুটবে শব্দ কিরণ শিশিরের ক্রিস্টাল সৌষ্ঠবে। জ্বলবে শৌর্যের অণু- বিন্দু জলে, সূর্যমুখী ফুলে, পল্লবে, পরাগে। রণ স্পন্দনে জাগবে অজস্র প্রজাপতি, আমাদের সন্তানের দাবী নিয়ে- পতঙ্গ বিপ্লবে!চেনা কলরবে জমবে আসর অচেনা জৌলুসে! চোখের বাঁকে স্বপ্নের ছায়া, বুকে অমর্ত্যের মায়া রেখে- কোন কায়ায় খুঁজবো আমরা তাদের অস্বীকার করার দুঃসাহস!…

দা উ দু ল ই স লা ম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “ক ল র ব

  1. 'ফুটবে শব্দ কিরণ শিশিরের ক্রিস্টাল সৌষ্ঠবে। জ্বলবে শৌর্যের অণু- বিন্দু জলে, সূর্যমুখী ফুলে, পল্লবে, পরাগে। রণ স্পন্দনে জাগবে অজস্র প্রজাপতি।'

    ফ্যান্টাসটিক স্যার। অনন্য মাত্রিক লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।