দৈনন্দিনতা শেষে
প্রতিদিন শোধ করি ঋণ।…
যতন করে তুলে রাখি সঞ্চয়,
ক্ষুদ্র ক্ষুদ্র অর্জন।
ভুল হলে ক্ষমা চেয়ে নিই সুন্দরের প্রত্যাশায়
আশায় আশায় বাঁধি বুক-
খণ্ড খণ্ড যুদ্ধ!
দ্রোহে- বিদ্রোহের মিছিল চুকে গেলে দাঁড়াই সম্মুখে।
বাস্তবতার নিরিখে।
… আর প্রতিবার হেরে যাই; শুদ্ধ- অশুদ্ধতার তর্কে!
মনে থাকে প্রতিশ্রুতি!
শৃঙ্খল মুক্তির লড়াইয়ে শক্তি শূন্য তির্যক নয়ন।
বিদগ্ধ বুকে লেপটে থাকে আড়াই যুগের ছাই মাখা ইতিহাস!…
অনুগত মনে অঘোষিত অনুরণন, অকাল ঝড়ের তাণ্ডব!
নিপুণ হাতে বুনি আপন সর্বনাশ! আত্মাহুতির উৎসব!!…
দিনে দিনে দীর্ঘ হচ্ছে পিঁপড়ের সারি…
এরাই আমার কলিজা ছিঁড়ে খাবে!…
দা উ দু ল ই স লা ম
সবখানেই খণ্ড খণ্ড যুদ্ধ কবি।
ভালো লাগছে আপনার উপস্থিতি
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই …শুভ সন্ধ্য।।
'মনে থাকে প্রতিশ্রুতি!
শৃঙ্খল মুক্তির লড়াইয়ে শক্তি শূন্য তির্যক নয়ন।
বিদগ্ধ বুকে লেপটে থাকে আড়াই যুগের ছাই মাখা ইতিহাস!'
সালাম ও শ্রদ্ধা গ্রহন করুন স্যার
দৃঢ় হোক ভালোবাসা
"অনুগত মনে অঘোষিত অনুরণন, অকাল ঝড়ের তাণ্ডব!
নিপুণ হাতে বুনি আপন সর্বনাশ! আত্মাহুতির উৎসব!!…"
শুভেচ্ছা জানুন কবি
আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..