মেঘভাস্করদের তালিকা []
আমি কোনও আবিষ্কারক নই। পথের সন্ধান
নিয়ে কোনও অরণ্যের শোভা দেখবার কৃতিত্বও
নেই আমার। তবু প্রেমিকা হবে বলে আমার হাত
ঝাপটে ধরেছিল যে সিরামিক সন্ধ্যা—
আমি আজও তাকে মনে রেখেছি।
বিমূর্ত ভালোবাসা নিয়ে আমার ছায়া হয়েছিল
যে ত্রিমাত্রিক আকাশ, তাকে জানিয়ে রেখেছি
ভ্রমণের বিকাশপর্ব। দক্ষতা দেখাতে না পারলেও,
আঁকায় নাম লিখিয়েছি মেঘভাস্করদের তালিকায়।
তুমি যদি আকাশের রেখাগুলো পড়ো—
সেখানেও আমার চিত্রকর্ম পাবে।
বেশ অনুপ্রানিত হইলাম
অনেক শুভেচ্ছা জানাই কবি দা
নন্দিত শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
শুভেচ্ছা রাখলাম কবি দা।