তোমার বসন্তের আগুনে
জলগুচ্ছ আবার উড়ে যাক। কিছু বাষ্প থেকে যাক
আমাদের চয়নসম্বন্ধের যাবতীয় দ্রোহ হয়ে। আর
বিলাপ বনান্তে এই পাখিদের পালক ধারণ করুক
আগুনের রঙ। তোমার বসন্তভোরে নিয়ামক সূর্যশিথান।
কীভাবে আমরা লিখেছিলাম প্রথম প্রেমপত্র, কতোটা
জলে ভিজে আমরা পরখ করেছিলাম নদীর গভীরতা,
সে কথা আজ জমা থাক ২০৫০ সালের ইতিহাস হয়ে।
যেদিন মাটির আগুনে বিলীন হয়ে যাবে দেহের দৌলত,
দিলের দক্ষিণা আর দূরের দৃষ্টিমজ্জা।
আবারও বসন্ত আসবে জানি। আবারও আগুন পোহাবে
দিন। রাতের কানায় কানায় পূর্ণ চাঁদ ডেকে বলবে – জাগো
প্রেমিক-প্রেমিকা ! একটা পলাশের পাপড়ি জোড়া এপিটাফের
ছায়ায় জিরিয়ে নিতে নিতে দেবে উঁকি ,
আবার ভোর হবে , আবার
কেউ কবিতা লিখতে খুলে বসবে তার প্রেমিকার
বিনুনি খাতা।
বসন্তের উচ্ছলতা ঘিরে থাকা সারা বছর। অভিনন্দন প্রিয় ইলিয়াস ভাই।
শুভেচ্ছা জানবেন কবি।