বোধহীন রাত্রির গান

বোধহীন রাত্রির গান

বোধহীন একটা রাত তবুও উড়ন চণ্ডির খাতায় যুক্ত হলো
এর আগের কাহিনীটা মুক্তোর মতো চকচকে ছিলো
বেনামি চাঁদের শরীর গলে গলে জোছনারা
গড়িয়ে গড়িয়ে পড়ছিলো
আমার হাতে তখন পাঁচ পাঁচটি ভালোবাসার পান
কেউ না জানলেও আমি জানি
আমার আজকের কবিতা এই বোধহীন রাত্রির দান!
অতঃপর আমি থাইগ্লাসের কোমল শরীরে কবিতা
চোরের নগ্ন হাতের স্পর্শ দেখি
সবাই বলে আসলে জলের স্পর্শ বলতে কিছু নেই
ওরা সব মেকি, ওরা সব মেকি!
তবুও কেনো জানিনা, আমি জানি….
খাস কামরা থেকে মূহুর্তেই ইতিহাস ছুটে আসবে
পানকৌড়ির মতো ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসবে!
এখন সময়ের কাছেই আমি বিকোয় সময়ের দাবি
ইদানিং আমি খণ্ড খণ্ড সময় বিক্রির কথা ভাবি!

6 thoughts on “বোধহীন রাত্রির গান

  1. সময় সময়ের গাঁটছড়া বন্ধন। বোধহীন রাত্রিও কখনও বোধযুক্তের অমিয় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক অনেক ভাল লাগা রাখছি কবি'দা। সুন্দর কবিতা।

  3. খাস কামরা থেকে মূহুর্তেই ইতিহাস ছুটে আসবে
    পানকৌড়ির মতো ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসবে!——চমৎকার কবি দা

    অনেক শুভেচ্ছা রইল—–https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।