জোছনা বিলাপে রাতভর জেগে রয়
সন্ধ্যাবতী আমার; নিত্য পুড়ে
বোশেখের প্রখর রোদে!
বিরামহীন ধুলোমাখা গায়ে
মেঘের ছায়ার প্রলেপ মাখে
মেঘ ফুরালেই আবার পোড়ায়
দক্ষিণা বায়ে গাও টা জুড়ায়;
বেলা বাড়ে; উদাস উদাস
আকাশ মোহ সন্ধ্যাবতীর প্রেমে পরে!
ঢলে পরা সাঁঝে মায়ার আকুলতা
ডাক দিয়ে যায় ঐ দূরের দিগন্ত
আকাশ প্রেমে ছুঁয়ে যায় সাঁঝ লালীমা
ডাহুক ডাহুকীর নল খাগড়ার বনে;
হারিয়েছি তারে; সন্ধ্যাবতীর পথে
এমনি বোশেখের আঁধার ঘন সাঁঝে!
সাঁঝ ঘনালে অমীয় ঘন আঁধার নামে
বিরহী একাকী সন্ধ্যাবতী তাহারই মতো
জোছনা বিলাপে রাতভর জেগে রয়;
১৪২৫/ বৈশাখ/গ্রীষ্মকাল।
"ঢলে পরা সাঁঝে মায়ার আকুলতা
ডাক দিয়ে যায় ঐ দূরের দিগন্ত
আকাশ প্রেমে ছুঁয়ে যায় সাঁঝ লালীমা
ডাহুক ডাহুকীর নল খাগড়ার বনে;"
যথেষ্ঠ রোম্যান্টিক। অভিনন্দ প্রিয় মাটি ও মানুষের কবি প্রিয় বন্ধু।
আমার ভালোবাসা নি্ও বন্ধু।
আকাশ প্রেমে ছুঁয়ে যায় সাঁঝ লালীমা
ডাহুক ডাহুকীর নল খাগড়ার বনে;——চমৎকার লাগল কবি দা——-
কবি আমার ভালোবাসা ন্ওি।
ভালো লাগলো কবি। শুভেচ্ছা।
পরান ভাই আমার ভালোবাসা নিবেন।
অনেক সুন্দর
কবি আমার বোশেখের শুভেচ্ছা নিবেন।