অমাবস্যা রাত

অমাবস্যা রাত

অভিমানী আকাশে মেঘ নেই- বৃষ্টি নেই-
শুধু হাতছানি কালোমুখি ঠোঁটভরা কায়া!
ঐ অভিমানী অব্যয় ভাঙ্গতে চাই-
সবুজ লাল রঙে আঁকে দিবো রঙিন ছবি;
সূর্যরাঙা টিপ পরাবো -রঙধনু শাড়ী-
কোমরদোলায় নকশিকাঁথা- কাঁঠালপাতা পুড়াকাজল!
তাতেও ভাঙ্গবে না অভিমানী;
তাহলে রাতদুপুর পূর্ণিমার তারা হবো-
অভিমানে অভিমানে দেখো শূন্যপথে জল ছায়া
কালো অমাবস্যার রাত।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “অমাবস্যা রাত

  1. 'শুধু হাতছানি কালোমুখি ঠোঁটভরা কায়া!' ___ সুন্দর লিখা প্রিয় বাউল মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অশেষ ধন্যবাদ মুরুব্বী দা

      ভাল থাকুন———–

  2. অভিমানে অভিমানে দেখো শূন্যপথে জল ছায়া
    কালো অমাবস্যার রাত। বাহ্।

    1. অশেষ ধন্যবাদ রিয়া দিদি

      ভাল থাকুন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।