অমাবস্যা রাত
অভিমানী আকাশে মেঘ নেই- বৃষ্টি নেই-
শুধু হাতছানি কালোমুখি ঠোঁটভরা কায়া!
ঐ অভিমানী অব্যয় ভাঙ্গতে চাই-
সবুজ লাল রঙে আঁকে দিবো রঙিন ছবি;
সূর্যরাঙা টিপ পরাবো -রঙধনু শাড়ী-
কোমরদোলায় নকশিকাঁথা- কাঁঠালপাতা পুড়াকাজল!
তাতেও ভাঙ্গবে না অভিমানী;
তাহলে রাতদুপুর পূর্ণিমার তারা হবো-
অভিমানে অভিমানে দেখো শূন্যপথে জল ছায়া
কালো অমাবস্যার রাত।
'শুধু হাতছানি কালোমুখি ঠোঁটভরা কায়া!' ___ সুন্দর লিখা প্রিয় বাউল মি. সরকার।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
ভাল থাকুন———–
অভিমানে অভিমানে দেখো শূন্যপথে জল ছায়া
কালো অমাবস্যার রাত। বাহ্।
অশেষ ধন্যবাদ রিয়া দিদি
ভাল থাকুন———–