চন্দ্রবিন্দুর ছাপ
তুলো উড়িয়ে যাচ্ছ। উড়িয়ে যাচ্ছ ধুলো।
জানতে ইচ্ছে করে, তোমাদের পাড়ায় কি এখনও
কেউ গোণে রাখে শিমুলের বীজ। এখনও কি কেউ
এঁকে রাখে বসন্তমাখা সন্ধ্যার ছায়া।
এখনও কি তোমাদের গ্রামের পথ মাড়িয়ে
সুর শুনিয়ে যায় অচেনা বাঁশি বিক্রেতা।
এখনও কি,
বেদেনীরা দল বেধে বিক্রি করতে আসে লালচুড়ি।
আমি এসব ভাবতে ভাবতে মাথার উপর থেকে
বার বার সরাই স্মৃতিমেঘ। জমাট নক্ষত্রেরা,
তোমার খোঁপায় চন্দ্রবিন্দুর ছাপ রাখবে বলে
মধ্যরাতে আমার ঘুম ভাঙায়…..
অসম্ভব সব সুন্দর সুন্দর কবিতা পড়ি। অভিনন্দন প্রিয় কবি ইলিয়াস ভাই।
সুন্দর।