চাঁদ

চাঁদ

সূর্য পুড়ে পুড়ে দিন
চাঁদ পুড়ে জ্যোৎস্না
রাত পুড়তে পুড়তে অন্ধকার
প্রেম পুড়ে কাম,
তুই অপেক্ষায় পুড়িস
আমি ভালোবাসায়;

সন্ধ্যেয় যখন হাত ধরলি বড্ড অন্যরকম লেগেছিল
এত তাপ কেন তোর হাতে?
অসভ্যের মত ঠোঁটটা পুড়িয়ে দিয়েছিলি চুমুতে
তোর সাথে বসলেই কফি ঠাণ্ডা হয় কাপে;

পোড়াতে জুড়ি নেই তোর
প্রেমে ও কামে
ভালোবাসা ও দহনে,
অথচ দেখ, তুইও প্রতিদিন পুড়িস অপেক্ষার রাতে;

চেয়ে দেখ, আজ রাতটা পুড়ছে জ্যোৎস্নায়
আর মন বড্ড তোতে
আয় ভালোবাসি মন খুলে
তারপর না হয় আবার অভিমান হয়ে যাব ভোরের সূর্যে।

4 thoughts on “চাঁদ

  1. যতোবার পড়ি ততোবার মুগ্ধ হই প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।