সীমাবদ্ধ শূন্যতা ভেঙে

সীমাবদ্ধ শূন্যতা ভেঙে

আজ এ কথাই থাক। আবার দেখা হবে, এই প্রত্নমন্দির ঘিরে
আমরা দেবো ফুল। ভাসাবো নদীর নিবাসে আমাদের রত্নরেণু
যারা দেখেও দেখবে না, অথবা জেনেও জানবে না এই গোপন
নৃত্যগাঁথা…
সীমাবদ্ধ শূন্যতা ভেঙে তাদের জন্যই রেখে যাবো সবটুকু আলোর
বারতা।

3 thoughts on “সীমাবদ্ধ শূন্যতা ভেঙে

  1. অনেক অনেক শুভকামনা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম।

  2. "সীমাবদ্ধ শূন্যতা ভেঙে তাদের জন্যই রেখে যাবো সবটুকু আলোর
    বারতা"https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।