ভালোবাসাই রঙিন

ভালোবাসাই রঙিন

এক ফুল বাগানে আহা কি-
গন্ধ মুখর অনুভূতি- তারে
দেখা যায় না-ছুঁয়া যায় না-
শুধু পলকে পলক রাখতে হয়
গভীরে নিশি অন্তরায়- রেখেছি তাই
কারণ অকারণে জল করে টলমল
ভালবাসা তার আপনে আপন;

বক শালিকের শস্যশ্যামল মাঠ জুড়ে-
সোনালী নুপুর তালে গানের সুরে-
নেচে যায় গায়ের ফেশকুল্লে-
পুকুর জলে মাছরাঙার ঠোঁটে
রৌদ্রলা করে ঝিলমিল- দুপুর সাজে
পূবালী হাওয়া জুড়ায় না দিলে দিল-
পূর্ণিমাতে কেঁদে উঠে ভালাবাসাই রঙিন।

_________
১৪-০৭-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ভালোবাসাই রঙিন

  1. নিত্যদিনের শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. ভালোবাসাই রঙিন। রঙিন এই জগত সংসার প্রিয় কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. বক শালিকের শস্যশ্যামল মাঠ জুড়ে-
    সোনালী নুপুর তালে গানের সুরে-

    * শুভরাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।