বৃক্ষগল্প
চেনা মানুষের মতো করে গলে পড়ছে রোদ্দুর
কাদা মাটিতে যাদের বসবাস তারা জানে
প্রাচীন বৃক্ষের সব জটিল মনস্তত্ত্বের ইতিহাস
আলোকায়নের যুগ – আমরাও জেনে গেছি
কেন পুরুষ গেয়ে ওঠে নারীর বন্দনা গীত
সাল-তারিখের হিসেব জানি না ঠিকই
নন্দনবোধের শিল্পভাবনায় নিজেকে আটকিয়ে রাখি
তোমার কাছেই শিখেছি সব দোষস্বীকৃতি তত্ত্ব
একটা ছিন্ন পাতার মতো পড়তে পড়তে
নিজেই বৃক্ষ হয়ে দাঁড়িয়ে যাই।
লিখার গম্ভীরতায় মুগ্ধ হলাম প্রিয় কবি। অভিনন্দন এবং শুভসকাল।
দারুণ কবি দা।
মানুষের জীবনকথা সবসময়ই পড়ে ও শুনে অভ্যস্ত তাই আপনার লেখায় নতুনত্ব খুজে পেলাম। লিখুন আমরা সমৃদ্ধ হই।