ঘরে, গ্রহান্তরে
সমৃদ্ধ ভুলের মতো তোমার হাতে তুলে দিই জলের পেরেক। এক থেকে
অন্য গ্রহান্তরে, জমা থাক আমাদের বিস্তারিত অভিমান। পাষাণ পরাণ থেকে
যে সুখ সাজায় প্রতিমা। বীমা আর ভোর মিলে প্রতিদিন যে পদ্য সাজায়।
রেখায় আমিও আঁকি সে দু’খের সরল সংরাগ। ভাগ বুঝে পেতে চাই এ
জীবনে, ভুলে গিয়ে সুখ। বিমুখ আয়নার মাঝে আকাশের মুখ দেখে দেখে।
শিখে নিতে চাই ভূমে, হেমন্তের সফল প্রয়োগ। যোগ আর যোগ্যতার ধ্যানে
ঘেরা ধাতব সময়। লয় তাল ঠিক রেখে নদীবক্ষে ছায়া ফেলে ফেলে। জ্বলে
উঠে বৃষ্টিচোখে অতিপ্রিয় সনাতনী রোদ। বোধ ও বৈষম্য তাই দাগ চিনে
পাশাপাশি হাঁটে। বিমূর্ত জলের ভাঁজে ডুবে যেতে যেতে, আমিও হাত রাখি
ঘামে ভেজা তোমার ললাটে।
কবিতায় শুভেচ্ছা প্রিয় প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
শুভেচ্ছা নিন কবি দা।
সুন্দর ————–