মাত্র অনুলিপি

মাত্র অনুলিপি

পূর্ণিমার আলোয় ঋষি তাকিয়ে থাকেন সুদূর আকাশে
সেই দৃষ্টিতে ত্যাগ আর বৈরাগ্য পরিস্ফুট
পাশেই স্বাতী, অনুরাধা, পুষ্যা, রোহিনী আদি
বৈরাগ্যময় ঋষি একটি ঠিকানা দেওয়া পাখির চিন্তায় মগ্ন
পাশে তার শুষ্ক ইউক্যালিপটাস
সে রাতের শিকারী পাখিটির আশ্রয়স্থল
সামনে তার যেন একটি আয়না
সেই আয়নায় চোখ রেখে তিনি দেখেন
ঠিকানা না দেওয়া একটি দণ্ডায়মান মোমবাতি
রাত জাগা নক্ষত্ররা ভেড়া গোনে
পাঁচ, চার, তিন, দুই, এক
চরাচর ভেসে যায় এক অপূর্ব গরিমায়।

6 thoughts on “মাত্র অনুলিপি

  1. নন্দিত ভাবগাম্ভীর্যের একটি লিখা। সংক্ষিপ্ত হলেও কবিতা সুন্দর। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ কবি ।

  2. অনেক ভাল লেখা। শুভেচ্ছা কবি দি ভাই।

    1. অনেক ধন্যবাদ সোনা বনু ।

  3. ভালো লেখনি,,ভালো লাগলো ♥♥♥

  4. অনেক ধন্যবাদ কবি ভাই ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।