ভাতসময়ের গান
তখন আমাদের ভাতসময় চলছিল
পুকুর ভরা মাছে সাঁতার কাটছিলেন বাবা
ভাইটি তখন এটো মুখে ধরছিল গান
মা আঁচল ভরে মাচা থেকে তুলছিলেন শিম
শিশুর মতো সহজ করেই বলি সব
বোনটি তখন উনুনে চড়িয়ে ছিল ভাত
আজ বাবা নেই – পেরিয়ে গেছেন তেপান্তরের মাঠ
মাও নেই – হাওয়ার সাথে আমার নিত্য বসবাস
ভাইয়ের মুখে আগের মতো গান ধরে আর
বোনটি শুধু উদাস বসে থাকেন অপেক্ষায়।
জীবন বোধের কবিতা গুলোন আপনার হাতে চমৎকার ফুটে উঠে। বিশেষ শুভেচ্ছা।
আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়
অনেক সুন্দর।
ধন্যবাদ দিদি