প্রাণহীন
একদল হরিণ রোজ সীমান্ত পেরিয়ে
ঘাসের খোঁজে আসে
-জীবন
শীতের রোদ মেখে আগুন হয়ে যায় গুপ্ত চাঁঁদ
শস্য ক্ষেতের তীর ছুঁয়ে মৌন মিছিল হাঁটে
-বিদ্রোহ
পাহাড়ের গা বেয়ে নেমে আসে চা বাগান
আমলকী বনের নিরুত্তাপ ঝরনার ছায়ারা
—সবুজ
একদল শরণার্থী কোলে শিশু কাঁটাতার পেরোয়
ভীরু পায়ে পায়ে ক্ষিধে আঁকা শূন্য শরীরে
—আকাশ
যাওয়ার কথা ছিলো নদীর ঢেউয়ের কাছে
যেখানে ঢেউয়ের মাথায় নাচে মেরুন প্রজাপতি
-বেদনা
কে যেন শীতের শেষ রোদে লুকিয়েছে রেশম চাদর
বইয়ের ভাঁজে রয়েছে গত বসন্তের পলাশের বন
—নিঃসঙ্গ
পৃথিবীর ডানায় বাসা বেঁধেছে লাবণ্য অমিত
সমুদ্রেরা বারবার পাল্টেছে বৃৃষ্টির নীল পোশাক
—নিরুদ্দেশ ‘
আপনার লিখার প্যাটার্ণ আমাকে সবচেয়ে বেশী আকর্ষণ করে। ভালো লাগে।
অপূর্ব কবি দিদি ভাই।