আমি ও তুমি
বরং তুমি এসো বৃৃষ্টি বিকেল, গান সাজিয়ে মল্লারে
অঙ্গে আমার ঢাকাই শাড়ি, তুুমিও মেঘের বন্দরে
এক পশলা কথার পরেও, জমলো কিছু অভিমান
লেবুফুলও হঠাৎ উদাস, বেহাগ সেতার তরল তান
আগুনরঙা গোধুলিতে, পলাশ ফুুুল আর জৌনপুরী
ভুট্টা কিছু উনুন সেঁকে, বিভাস রাগের ফুলঝুড়ি
ভিজছে পাখি উতল হাওয়ায়, ভিজলো পিলু কোন সুখে
তুমি তখন ব্যক্তিগত, আমিও বিজন কোন দুখে
থামলো বাতাস উদাস আকাশ, রইলো কথা নিঃশ্বাসে
বাজলো বীনা বাজলো সানাই, বিসমিল্লা আর বিশ্বাসে
আবার গাইলো পাখি মধুমন্তী, আনন্দ গান হিন্দোলে
ইচ্ছে টোরির গানের আসর, সন্তুরে আর ফুলদলে
বাহ বেশ ছন্দময় কাব্যমালা
অনেক শুভ কামনা নিবেন কবি দিদি
" থামলো বাতাস উদাস আকাশ, রইলো কথা নিঃশ্বাসে
বাজলো বীনা বাজলো সানাই, বিসমিল্লা আর বিশ্বাসে
আবার গাইলো পাখি মধুমন্তী, আনন্দ গান হিন্দোলে
ইচ্ছে টোরির গানের আসর, সন্তুরে আর ফুলদলে।"
____ অনেক সুন্দর। ছন্দবোধনের লিখা আমার কাছে দারুণ মনে হয়।
অসাধারণ লেখেন দিদিভাই।