ভাবনাতে রয়

ভাবনাতে রয়

মাটির ভাবনা বড়ই বিচিত্র
সবসময় গন্ধরূপ আরোও ভিন্ন-
বুঝা বড়ই দায়-যেনো যমুনার মতো
ভাবতে চাই কিছু ফুলফল যত;
যদি না হয় ডুমর কিংবা মাকাল
দেখছি তাই- ভাবনারা বায়-
সুফল নাই নাই তবু এসে যায়
উত্তর দক্ষিণ জানালায় কেয়ামত !
সবুজ ঘাসে লটপুটি চাঁদের দর্পন নাই
অতঃপর ধূসর মাটি ভাবনাতে রয়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ভাবনাতে রয়

  1. মনেমনে মন এবং মানসিকতার চালচিত্র বর্ণনা করলে অনেক উপলব্ধি দারুণ প্রকাশ পেয়ে যায়। লিখাটিই তার প্রমাণ। অভিনন্দন বাউল কবি মি. সরকার। শুভ সকাল। :)

    1. জ্বি মুরুব্বী দা

      একটু চেষ্টা করি অশেষ ধন্যবাদ নিবেন

      ভাল থাকুন———

    1. অশেষ ধন্যবাদ রিয়া দিদি

      ভাল থাকুন———-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।