সম্পর্কের রঙ

===================
সোনালী পাট আর রঙবিরল শাক-
দু’য়ের মাঝে সম্পর্ক কিছুটা বাক;
মরিচ, রসুন ,পিয়াস, আদা –
ভাজির মধ্যদুপুর সাজে গাঁধা।

ধান ,গম, খেচারী, কাউন-
চার সতিনের সংসার করে দারুন
তবুও সম্পর্কটা উল্কো আগুন;

রৌদ্র, মেঘ, ঝড়, বৃষ্টি
সৃষ্টিরধারায় সম্পর্কের টানে ইতি
ফাল্গুন চৈত্র শ্রাবণ মাঘ –
ঘাসফড়িং করে খেলা সম্পর্কের তাস
হাওয়া বাতাস পানি পরে ফাঁস।
২৯-০৪-১৮
======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “সম্পর্কের রঙ

  1. 'ধান ,গম, খেচারী, কাউন-
    চার সতিনের সংসার করে দারুন
    তবুও সম্পর্কটা উল্কো আগুন
    ।'

    বেশ ইন্টারেস্টিং। আপনার লিখাতেও সমাজ এবং সংসারের ছবি পাওয়া যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. জ্বি মুরুব্বী দা
    সুন্দর মন্তব্য করার জন্য
    অশেষ ধন্যবাদ জানাই
    ভাল থাকুন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।