===================
সোনালী পাট আর রঙবিরল শাক-
দু’য়ের মাঝে সম্পর্ক কিছুটা বাক;
মরিচ, রসুন ,পিয়াস, আদা –
ভাজির মধ্যদুপুর সাজে গাঁধা।
ধান ,গম, খেচারী, কাউন-
চার সতিনের সংসার করে দারুন
তবুও সম্পর্কটা উল্কো আগুন;
রৌদ্র, মেঘ, ঝড়, বৃষ্টি
সৃষ্টিরধারায় সম্পর্কের টানে ইতি
ফাল্গুন চৈত্র শ্রাবণ মাঘ –
ঘাসফড়িং করে খেলা সম্পর্কের তাস
হাওয়া বাতাস পানি পরে ফাঁস।
২৯-০৪-১৮
======
'ধান ,গম, খেচারী, কাউন-
চার সতিনের সংসার করে দারুন
তবুও সম্পর্কটা উল্কো আগুন ।'
বেশ ইন্টারেস্টিং। আপনার লিখাতেও সমাজ এবং সংসারের ছবি পাওয়া যায়।
জ্বি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
সহজ সরল লেখা। শুভেচ্ছা জানুন কবি