মধ্যবর্তী

বুইলেন কিনা ছেলেমেয়ে নিয়ে সংসার …

কোথায় যেন একশো স্কুল পুড়েছে?
তা পুড়ুক, কত যে সব পড়ে!
সারাদিনই তো গেম আর ইউটিউব পর্ণো!
তারচেয়ে রিমোট অন করে দেখে যাই –
রাম আর রামায়নী ঝাল টকটক আচার
বড়বউ আর ছোটবউ এর ঘনঘটা।
বুইলেন কিনা, ছেলেমেয়ে নিয়েই …

কোথায় যেন মশাল জ্বলে রাতবিরেতে!
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে
এক দুই তিন চার ইঁদুরের বাচ্চার দল,
রক্তের টান দেশে বিদেশে যে বলে সে দুর্মুখ।
তারচেয়ে দুটো উপরির সন্ধানে
কায়ক্লেশ বাঁচার সেকেন্ড গুলো
ঠিকঠাক কাজে লাগাই।
বুইলেন কিনা ছেলেমেয়ে…

কোথায় যেন কচিকাঁচা ডবকা মেয়ের
জননেন্দ্রিয় কাঁচামরিচ ছিটিয়ে
তারিয়ে তারিয়ে খায় মুশকো জোয়ান!
আহা! শুনলেও সুখ আষ্টেপৃষ্ঠে জড়ায়,
একঘেয়েমি মুখ বদলে বড় গোপন ইচ্ছে।

সবশেষে রাত গভীর হলে
পাশে পড়ে থাকা ন্যাতানো বউ
এর কাঁচা ঘুম ভাঙিয়ে
নিরাপদ দূরত্বে আমিও ধর্ষক হয়ে যাই।
বুইলেন কিনা …

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

3 thoughts on “মধ্যবর্তী

  1. পড়লাম কবি। আমাদের জাতীয় ভবিষ্যত আসলে কি সেটাই তো বুঝতে পারছি না। :(

  2. অসাধারণ ভাবনা কবি দা

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।