স্বাগতম হে ২০২১ সাল

hhpp

আজ ছিল সর্বনাশা ২০২০ সালের শেষ দিগন্তের সূর্যাস্ত
দিন শেষে বেলাশেষের শেষ সূর্যাস্তের সাথে বিদায় নিল কোভিড ১৯ আক্রান্ত ২০২০ সাল,
বছরের শেষ রাত
শহরের সমস্ত রাতগুলো থেকে এই রাতটা কি একটু ব‍্যতিক্রম হবে ?
পুরো একটা শাল পৃথিবী শুদ্ধ কোভিড আক্রান্ত হল।

২০২০ সালের শেষ ডিসেম্বর এর রাত কি খুব বেশি দীর্ঘ রাত হবে ?
সেই কবে আমি মাঝসিঁড়িতে দাঁড়িয়ে ২০২১ কে স্পর্শ করছি
সাথে সাথে খুন হয়েছিল কোভিড ১৯
জীবন্ত ছিল কোভিড ২০:
সমগ্র পৃথিবীটাকে গিলে খেয়েছে
জানিনা কোভিড ২০ কতটা ক্ষুধার্ত ছিল
এভাবেই কষ্টের নীলাম্বরীতে ডুবেছে না জানি কত দিন রাত সপ্তাহ মাস বছরের পর বছর;
করোনা’র দাবানলে জ্বলেছে পৃথিবী।
মনে হয়েছে কত কাল আক্রান্ত হয়েছে পৃথিবী.
কোভিড নিয়ে অনেক যুদ্ধ হয়েছে
আজ মানুষ বড় বেশি ক্লান্ত!
করোনার ভয়ঙ্কর দিন রাত্রি গুলো
আজ রাতেই শেষ হোক
এটাই প্রত্যাশা আমার।

হে সুমহান সৃষ্টিকর্তা
তোমার রহমতের বারী ধারায় সিক্ত করে তোল পৃথিবীর মাটি
আগামীকাল ২০২১ সালের সূচনা সূর্যোদয়ে সব গ্লানি ধুয়ে মুছে যাক:
সম্পূর্ণ নতুন রুপে হেসে উঠুক পৃথিবী!
আর যেন কোভিড ১৯ -২০ ছুঁতে না পারে ২০২১ সালকে।

নতুন সূর্যোদয়ের প্রথম সোনালী ভোরের দরজায় এই প্রত‍্যাশা রাখি
শুভ হোক নতুন ভোরের নতুন বছর ২০২১ সাল
সবার জন্য;
শুভ হোক ইংরেজী শুভ নববর্ষ।
___________________
.
শুক্রবার, ০১ জানুয়ারী ২০২১
রচনা কাল: ৩১.১২.২০২০

3 thoughts on “স্বাগতম হে ২০২১ সাল

  1. Qনতুন সূর্যোদয়ের প্রথম সোনালী ভোরের দরজায় এই প্রত‍্যাশা রাখি I 
    শুভ হোক নতুন ভোরের নতুন বছর ২০২১ সাল
    সবার জন্য I 
    শুভ হোক ইংরেজী শুভ নববর্ষ।

  2. নতুন সূর্যোদয়ের প্রথম সোনালী ভোরের দরজায় এই প্রত‍্যাশা রাখি
    শুভ হোক নতুন ভোরের নতুন বছর ২০২১ সাল। একরাশ শুভেচ্ছা আপনাকেও।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আপনাকেউ স্বাগত জানাই নতুন কবিতার তরে কবি আপু

মন্তব্য প্রধান বন্ধ আছে।