বোধরা সব অনাথ
একটা বোধের ঘরে কত না প্রশ্নমালার আর্তনাদ
দিনশেষে ঘর বাহিরে যত সব ভাবনার বরবাদ-
হঠাৎ খুঁজতে থাকি- শৈশবের সব প্রকৃতি অনাথ !
হামাগুড়ি বোধ খায় কাব্যপালার উঠান জুড়ে আরত;
শুধু নিঃশেষ মধ্যদুপুর দীর্ঘশ্বাসে পূর্ণিমা ভরা রাত-
তবুও বোধের চলন শুকিয়ে যায় সবুজ ঘাসের মাটি !
আফসোস খেলা করে নানান রঙ ধূসর বাতি ঘর;
ও বাতিঘরে শোকাহত জলে বোধরা সব অনাথ-
অতঃপর জীবনের উল্টো মুখে হাজারও ছল।
১২-০৫-১৮
আপনার লিখায় এক ধরণের দর্শন অর্থ্যাৎ ফিলোসফি থাকে যা মনকে নাড়া দিয়ে যায়। পড়তে বেশ লাগে। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার।
পড়লাম। বেশ আলাদা ধরণের লেখা কবি দা