বৃষ্টি ও উষ্ণতা

একটি বৃষ্টিস্নাত রাত্রিরে
মুখোমুখি আমরা।

বৃষ্টির শব্দে
মিলিত ভায়োলিন,
শীতল কার্পেটে মোড়া
বারান্দার ফুল।

ইটের দেয়াল-
মখমলের বিছানায়
হেলান দিয়ে দাঁড়ানো
চতুর কামনা।

মৃদুপায়ে
হেটে আসা
শিরশিরে বাতাসে
ধোঁয়াটে কফির বিকল্পে পাওয়া একটি নিখাদ চুম্বন।

8 thoughts on “বৃষ্টি ও উষ্ণতা

  1. কাট টু কাট একটি লিখা। মুলত ব্যাখ্যায় না গিয়ে এমনটা দাঁড়ালেও ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কিছু ভিন্নতা আনার প্রচেষ্টা আরকি।

  2. অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো লাগল।

     

    1. ভাললাগায় ধন্যবাদ জানুন মোকসেদুল ইসলাম ভাই, আপনাকে দেখেও ভাললাগল আমার।

  3. বাহ সুন্দর কবি দা———-

  4. সত্যই তো। আমি একজন নিশাদ এর সুন্দর কবিতা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।