ইস্তার
ইস্তার খাইলাম পেট ভইরা
লরতাম পারি না
চানা পিঁয়াজা জাও খেজুর
কুন্তা ছাড়ি না
খাইতে খাইতে পেট অইছে
ভেটকি মাছর লাখান
এর পরেও বউরে কই
আখনি থুরা আন
আখনি খাইলাম গোস্ত দিয়া
আখনি আছিল মজার
চাওলর গুরির ফিন্নি দেখি
আমার মোকা চার
ফিন্নি খাইলাম এক বাটি
খাইলাম থুরা আম
খাওয়ার চোটে গাত ঝরে
দরদরাইয়া ঘাম
কুরসা কাঠল বর্তন ভরা
কেমনে সামলাই লোভ
খইয়র লগে মাখাই মাখাই
খাওয়াত দিলাম ডুব
যত খাই মজা লাগে
আরো খাইতাম চাই
দইয়র লগে গোলাপজাম
চপচপাইয়্যা খাই
রোযার মাসো খানির কুনু
হিসাব বুলে নাই
পান মুখদি আমি অখন
পতার মোকা চাই…
(সিলেটী ডায়লেক্টে লেখা)
আঞ্চলিকতায় যতোটা সহজে মনের ভাব প্রকাশ করা যায়; শুদ্ধতে হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সিলেটী ভাষা আমার গম্যের বাইরে হলেও আপনার শব্দ ভাব প্রকাশে অনেকটাই সহজ মনে হলো।
অভিনন্দন প্রিয় মকসুদ ভাই। শুভ সকাল। 
ইন্টারেস্টিং তো!! আমি আনন্দ পেয়েছি কথা গুলো পড়ে। শুভেচ্ছা রাখি কবি।