রাত রাত অন্ধকার
আজকাল কেমন উলটোপালটা আবহাওয়া
আজকাল রাতের বেলায় ওলটপালট গুমোট গরম
আজকাল দুপুর রোদেও মৃদুমন্দ বাতাস নরম
আজকাল ভর দুপুরেও অন্ধকার হয়ে মেঘ জমে
আজকাল হুটহাট ঝমঝমিয়ে বৃষ্টি নামে
আজকাল বড্ড মন কেমন কেমন
কারণ ছাড়া মন উচাটন মন উচাটন;
দেখ আজ রাতটা অর্ধ ভাঙা সিকি চাঁদের
মেঘ জমছে ঈশান কোনে আপন মনে
রূপ দেখেছিস অন্ধকারের? মেঘের সাথে চাঁদের খেলা
অন্ধকানাই লেপ্টে গেছে আপন হয়ে চোখের কোনে;
সেদিন আমি রক্তকরবী ছুঁয়ে দিতেই রক্ত লেগে গিয়েছিল হাতে
আকাশে হাত মুছতে গিয়ে নীল হয়ে গিয়েছিল হাতের তালু
পুকুরে হাত ডোবাতেই দু-হাত ভরে সবুজ শ্যাওলা
মেঘে হাত ভেজাতেই মেঘের সে কি কান্না!
তারপর থেকে আর হাত বাড়াই না রাতে
অন্ধকার মুছে গেলে আমার আর কি থাকবে বল?
ভালোবাসিস?
নাই বাসলি, একটু না হয় করলিই ছল;
কথা দিচ্ছি
আর কখনো হাত বোলাবো না তোর গালে
সব রঙ হাতে সইলেও কান্নার রঙ সইবে না আমার,
তার থেকে এই ভালো, রাত রাত অন্ধকার।
'পুকুরে হাত ডোবাতেই দু-হাত ভরে সবুজ শ্যাওলা
মেঘে হাত ভেজাতেই মেঘের সে কি কান্না!
তারপর থেকে আর হাত বাড়াই না রাতে
অন্ধকার মুছে গেলে আমার আর কি থাকবে বল?'
___ কী অসাধারণ ভাব চেতনা আর আন্তরিকতায় লিখা যে মুগ্ধ হতেই হয়।
লইজ্জা দিয়েন না রে ভাই
হাবিজাবি মন কথায় কান দিতে নাই
আপনার প্রতিটি লেখাই আমার কাছে দারুণ লাগে। শুভেচ্ছা
ধন্যবাদ রিয়া
ভালো থেকো
মাথার উপ্রে দিয়া গেছে ভাইসাব