তিয়াস

– আমার ছুঁড়ির একটা নেশা আছে, জানোস মতি?
.
– কি নেশা, বাংলা না গাঞ্জা, মজিদ ভাই।
.
– মসকরা করার কথা কই নাই মতি, রক্তের তিয়াস অনেক আজিবরে মতি, বড়ই আজিব।
.
ভাড়াটে খুনি হওয়ার আগে থেকেই মজিদের পকেটে ছোট্ট একাট্টা ফ্লোডিং ছুঁড়ি থাকতো। বৈশাখে হাওলাদারদের বাগানের কাঁচা আম কচ কচ করে কাটার নেশায় ছুড়িটা সাথে থাকতো সারা বছর। কোথায় যেন শুনেছিল, কাঁচা আম কাটলে ছুঁড়ির ধার বাড়ে।একদিন কাঁচা আম কাটার সময় অসাবধানতাবশত আঙ্গুল কেটে যায়। সেদিন বিকেলবেলা ঝোঁপের ভিতরে কি যেন নড়ছে দেখে ছুঁড়িটা সাঁই করে ছুঁড়ে মারে। ডানা ঝাপটানোর শব্দ বরাবর ঝোঁপ সরিয়ে দেখে অদ্ভুত এক নীলচে সবুজ পাখির হৃদপিন্ডের একটু নীচে ছুঁড়িটা গেঁথে আছে। সেই থেকে শুরু, মজিদের ছুঁড়ির রক্তের পিপাসা আর মেটেনি কোন দিন। চোদ্দ বছর আগে খুন করা নাম না জানা পাখিটার জন্য আজো মন কাঁদে মজিদের।
.
গত পরশু বেলালের কানের নিচ দিয়ে ছুঁড়িটা ঢুকানোর সময় চোখে অনেক মায়া দেখছিল, হাত পা, মুখ বাঁধা থাকায় কোন শব্দই করতে পারেনি। ছটফট করা ছাড়া আর কিছুই করার ছিল না বেলালের।
.
– বুঝলা মতি মিয়া, এই দ্যাখ, এই ছুঁড়িটাই আমার সব। এইটা যতক্ষণ আমার কাছে থাকবো ততক্ষণ আমার কিচ্ছু হইবো না।
.
– কী কন ওস্তাদ!
.
– হ, তুই কহনো আমারে মানুষ মারতে গিয়া বিপদে পড়তে দেখছস?
.
-না ওস্তাদ।
.
– তুই কি আমারে অহন ডরাইতাছস?
.
– আপনের লগে থাকলে ডরামু ক্যান ওস্তাদ।
.
– মিছা কতা কইবি না, মিছা কতা হুনলে আমার ছুঁড়ির তিয়াস বাড়ে।
.
-মিছা কতা আবার কহন কইলাম, ওস্তাদ।
.
– একটা জিনিস খেয়াল করছি, তুই ডরে থাকলে আমারে মজিদ ভাই না ডাইকা বারবার ওস্তাদ, ওস্তাদ ডাকস। প্রত্যেকটা অপারেশনের আগে তুই আমারে ওস্তাদ কইয়া ডাকা শুরু করস। তোর মতন গর্দভরে লগে রাহনই ঠিক না।
.
-আর কোন দিন মিছা কতা কমু না ওস্তাদ!
.
– আইজ তো কোন কাম নাই, কি আর করুম। তুই আয়, তোর বাম কানের লতিডা একটু কাইট্টা ছুঁড়িটার আজ রাইতের তিয়াস মিটাই।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

6 thoughts on “তিয়াস

  1. শিউরে ওঠার মতো অণুগল্প। আমাদের সমাজে মজিদ এর মতো বহু চেনা অচেনা মানুষ রয়েছেন। যাদের খুব কাছাকাছি থাকলেও আমাদের চেনা হয়ে উঠেনা। জানা হয়না।

    ধন্যবাদ মি. রোমেল আজিজ।

    1. আমাদের প্রত্যকের ভেতরেই এক একজন মজিদ রয়েছে, কারো কারো মজিদ আজীবন ঘুমিয়েই কাটায় আবার কারোটা জেগে।

       

      ধন্যবাদ, অনুপ্রেরণার জন্য

  2. অণুগল্প হিসেবে ঠিক আছে। তবে ভয় পেয়েছি। :)

      1. রক্ত মানুষও এমন হয়। নিষ্ঠুরতাকে ভয় পাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।