শেষ কবে চাঁদের ভরা আলোয়,
একাকী হেঁটেছি মনে নেই।
বিপাশার বাড়ির পথ,
অমাবশ্যার ঘুটঘুটে অন্ধকারেও
ভুল হতো না নিরঞ্জনের।
শীতের শেষে শিউলী ঝরা
এক নিঝুম ভোরে-
নিরঞ্জনের হঠাৎ আগমন,
চোখে সারা রাত্রি জাগা ছাপ।
হেতু কি জানতে চাইলাম,
যথারীতি নিরঞ্জন নিশ্চুপ।
ঈষৎ কাঁপা গলায় শুধু বললো-
সারমেয় এনে কি লাভ বল,
বাঁকা লেজটাই শুধু দেখলো
চোখের নির্ভরশীলতা টুকু দেখলো না…
অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন কবি দা
অনেক ভাল লেগেছে——-
ধারাবাহিকটি যখন পড়ে চলেছি তখন মনে হচ্ছে আমি যেন নিরঞ্জন এর সাথে রয়েছি। গুড জব মি. রোমেল আজিজ।
ধীরে ধীরে এই ধারাবাহিকটি ভাল লাগছে দাদা ভাই।