আশীর্বাদ জল
এ জল -সে জল আহা মন্দ কিসের
সত্যিই সময়গুলো এভাবে ফুরায়
দেখো সকাল কিংবা দুপুর রাত্রি!
হঠাৎ একদিন হয়ে যাবে প্রিয় মুখের-
সুবাসিত চন্দ্রবাতি -সুবাসিত চন্দ্রবাতি।
ভাল লাগা হয় জন্ম মৃত্যুর ফলাফল
সেই সু-অপেক্ষায় চলছে জীবন সংসার
তবুও আশীর্বাদ রয়ে যায় জন্মদিনের-
দুলছে ফুল -হাসছে চাঁদ শস্য শ্যামল
কমতি কি আমার পাশে সবই-
শুভ জন্মদিন- এই সকাল সন্ধ্যা রাত্রি।
২৮-০৫-১৮
ম্যাচিউরড কবিতা। অভিনন্দন এবং শুভ সকাল প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
আপনাকেউ জানাই
ভাল থাকুন———
ভিন্ন আঙ্গিকের লেখায় শুভেচ্ছা কবি বাবু
জ্বি রিয়া দিদি আপনাকেউ
ভাল থাকুন———–