আশীর্বাদ জল

আশীর্বাদ জল

এ জল -সে জল আহা মন্দ কিসের
সত্যিই সময়গুলো এভাবে ফুরায়
দেখো সকাল কিংবা দুপুর রাত্রি!
হঠাৎ একদিন হয়ে যাবে প্রিয় মুখের-
সুবাসিত চন্দ্রবাতি -সুবাসিত চন্দ্রবাতি।

ভাল লাগা হয় জন্ম মৃত্যুর ফলাফল
সেই সু-অপেক্ষায় চলছে জীবন সংসার
তবুও আশীর্বাদ রয়ে যায় জন্মদিনের-
দুলছে ফুল -হাসছে চাঁদ শস্য শ্যামল
কমতি কি আমার পাশে সবই-
শুভ জন্মদিন- এই সকাল সন্ধ্যা রাত্রি।

২৮-০৫-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “আশীর্বাদ জল

  1. ম্যাচিউরড কবিতা। অভিনন্দন এবং শুভ সকাল প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      আপনাকেউ জানাই

      ভাল থাকুন———

  2. ভিন্ন আঙ্গিকের লেখায় শুভেচ্ছা কবি বাবু :)

    1. জ্বি রিয়া দিদি আপনাকেউ

      ভাল থাকুন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।