রোজ নিঃশব্দে এসে শয়ানের পাশ ঘেসে ফোটে যে ফুল
সমস্ত প্রহর কাটে সুরভীর আস্বাদ সন্ধানে তার,
হিমশুভ্র তনুখানি জুড়ে সব পেয়ে না পাওয়ার হাহাকার,
অর্ধঘুমঘোরে এ আমার অলস স্নায়ু অবসাদ মোছে কামনায়।
পাশ ফিরলেই সংসার তার আবির ছড়িয়ে ভোর আনে।
রাত্রি তোমার লীলা
পাশ ফিরলেই রাজা
পাশ ফিরলেই প্রজা!
কবিতার স্বরূপ এমনটা হলে মনে হয় কবিতা পড়লাম।
সুন্দর হয়েছে মি. একজন নিশাদ।
শুভ সকাল।
সুন্দর একটা কবিতা পড়লাম।
কঠিন বাস্তবতা মিশে আছে কবিতা জুড়ে।