ঈদের বাজার


একটা মোটে গিন্নী আমার বড়ই হৃদয়বান
এবার ঈদে শাড়ি না পেলে করবে সে জান কোরবান।
ইফতারির পরে সেদিন এগিয়ে দিল এক লিস্টি
ভাবলাম বুঝি কিনতে আমায় বলবে কিছু মিষ্টি।

পড়ে দেখে প্রাণটা আমার চাইল, ছেড়ে যেতে খাঁচা
মনে বলে পরেছিস ফান্দে এবার, জানটা এখন বাঁচা।
ফর্দে লেখা চারটা শাড়ি তার দুইটা বেনারসি
একটা হলো জামদানী আর একটা আনারসি।

জুতা স্যান্ডেল লাগবে কতেক মার্কা হবে বাটা
আরাম আয়েস সবই হবে থাকবে সুখে পা’টা।
তার সাথে থকবে সব ম্যাচিং করা হাতের চুরি
কানের দুল আর মালা মিলবে না তার জুরি।

নেইল পালিশ, লিপস্টিক আর চোখের কাল কাজল
সাজব আমি থাকবে লোকে, মেলে চোখটি সজল।
একটু পরে মেয়েরা সব দল বেধে এল বাবার কাছে
এসেই দেখে বাবার পাশে চুপটি করে মা বসে আছে।

মায়ের মত ভবটি ধরে বলল হেসে হেসে
কিচ্ছুটি আর যায়না পাওয়া এই পোরার দেশে।
ইদের পোশাক কিনতে আমরা যাব সিঙ্গাপুরে
ইচ্ছে যদি কর তুমি যেতে পার এক মজার টুরে।

বললাম আমি হতাশ হয়ে লাগবে কত টাকা
জীবন আমার নর বড়ে নেই যে চলার চাকা!
টাকা অতি তুচ্ছ ব্যাপার, লিখে দাও একটা চেক
দশ নয়ত বিশ লাখের মাঝেই সব,
মানিয়ে নেব বেশ।

8 thoughts on “ঈদের বাজার

  1. চেক পেলে ঈদের বাজার করার জন্য সিঙ্গাপুরই বেস্ট। হানি হানি কেনাকেটা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

      1. ওয়েট করেন স্যার। পেলেন সাবজেক্ট লিস্টে রাখি আগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  2. বাহ্ অনেক সুন্দর ভাবনা তো :) স্বাগতম দাদা ভাই।

  3. জ্বি দাদা সালাম নিবেন আশা করি ভাল আছেন

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।