পৃথিবীটা গোল থেকে গোলতর
হয়ে যাচ্ছিলো সে সময়, মাঠগুলো
ছুটতো সমান থেকে সমান্তরাল।
তখন আমরা এক সংগেই
ত্রিকোণমিতি করতাম;
“একটি গাছের শীর্ষ বিন্দুতে
সূর্যের অবনতি কোণ ষাট ডিগ্রী,
গাছের উচ্চতা দশ মিটার হলে
ছায়ার দৈর্ঘ্য কত? ”
নিরঞ্জনের দেখাদেখি লিখলাম–
ট্যান সিক্সটি ইকুয়াল টু
উচ্চতা বাই ভূমি …
সমাধান প্রায় শেষ…
দেখি তখন নিরঞ্জন
একই উচ্চতায় ভূমিহীন,
নির্লিপ্ত চোখ দুটি
বিপাশায় বিলীন।
দারুণ ইন্টারেস্টিং তো !! চলুক ধারাবাহিক মি. রোমেল আজিজ।
ধন্যবাদ মুরুব্বী
এই লেখার দুটি চরিত্র মনের মধ্যে গেঁথে যাচ্ছে কবি দা
ধন্যবাদ রইলো রিয়া দি……
বেশ লাগল————
ধন্যবাদ আলমগীর ভাই…
ধন্যবাদ আলমগীর ভাই………