নাটোরের বনলতা সেন;
কোথায় তোমার কালো কেশের বাহার….!
কোথায় তোমার কাজল কালো চোখ…!
কোথায় তোমার সেই রূপের জৌলুস….!
আজ তুমি বড্ড বেশিই রঙিন, আধুনিকতার ছোঁয়ায় তোমার চুল হয়েছে ছোট-চোখের কালো আইবল লেন্সের ব্যবহারে হয়েছে নীল, রূপের সেই জৌলুস নামিদামী ব্যান্ডের আদলে পড়েছে ঢাকা…..
তুমি কি সেই নাটোরের বনলতা সেন….!
নাকি আধুনিকা হতে হতে তুমি পাল্টে ফেলেছো নিজেকেই, নিজের নাম, নিজের সবকিছু….!
নাটোরের বনলতা সেন….!
তুমি ফিরে এসো কবির কবিতায়, সেই ছন্দে, সেই উপমায়…
নয়তো তুমিও পেয়ে যাবে ছলনার খেতাব, আধুনিক প্রতারণায়….
হাজারও মানুষের ভীড়ে নাটোরের বনলতা সেন আর নেই। আধুনিকা হতে হতে পাল্টে ফেলেছো নিজেকেই। কোথাও আর অবশিষ্ট নেই আমাদের সেই হার্দ্যিক দৃষ্টি।
ধন্য হলাম মুরব্বী, আপনার মতামত আপনাকে এগিয়ে চলার পথ দেখালো…
আবার ফিরে আসুক আমাদের নাটোরের বনলতা সেন। আমাদের জীবনানন্দ। শুভেচ্ছা।
ধন্যবাদ দিদি,মন্তব্য দিয়ে অনুপ্রাণিত করলেন