কয়েকজন সাদা মানুষ : অণুগল্প-৪৩০

‘বেজে উঠল কি সময়ের ঘড়ি?
এসো তবে আজ বিদ্রোহ করি,
আমরা সবাই যে যার প্রহরী
উঠুক ডাক।’*
.

চারিদিকে অবক্ষয়… নৈতিকতার চরম পদস্খলন! পরিবার-সমাজ-রাষ্ট্র কে ঘিরে রয়েছে অমানিশার কালোমেঘ। রক্ষক ভক্ষকের রূপে… দূর্নীতি আর দুঃশাসনে জনজীবন অতিষ্ট। দুই প্রধান রাজনৈতিক দলের উত্তরাধিকারের ‘সিস্টেমেটিক’ মুলো ঝোলানো সরল-গরল কথোপকথনের ‘কারিসমায়’ ‘হিপনোটাইজড’ দেশের মানুষ। গুম-খুন আর কালোবাজারীদের পরিকল্পিত সিন্ডিকেটের কাছে অসহায় আত্মসমর্পন।
.

মাদকের মরণ ছোবলে যুবসমাজ… অসহায় বাবা-মায়ের গুমরে গুমরে কান্না আর কতদিন? ঘরে-বাইরে কোথায় নিরাপত্তা? প্রতিক্রিয়াশীল, বাম-ডান আর উদারপন্থীদের ঝাঁঝালো মিছিলে আমার সন্তানের বিক্রী হওয়া আর কতদিন? অতঃপর বোমায় উড়ে যাওয়া প্রতিহিংসার লাল ছোবলে বিধ্বস্ত- ছিন্ন ভিন্ন দেহের ঘরে ফেরা।
.

জননী-জন্মভুমিকে খুবলে খাচ্ছে অপশক্তি।
কি রেখে যাচ্ছি আমরা পরবর্তি প্রজন্মের কাছে?
কিছু একটা করনীয় কি নেই আমাদের?
.

‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পীঠে।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব-তবু আজ যতক্ষন দেহে আছে প্রাণ
প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’*
.

কালো মানুষদের ভীড়ে কালো রাজপথ ধরে কয়েকজন সাদা মানুষের আগমনের অপেক্ষায় রয়েছি… নবজাতকের কাছে আমাদের অঙ্গীকারকে ‘এক্সিকিউট’ করায় ‘ওরা’ সাহায্য করবে… পথ দেখাবে।
.
আমি তো প্রস্তুত… আপনারা?

* সুকান্তের কবিতার লাইন।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

5 thoughts on “কয়েকজন সাদা মানুষ : অণুগল্প-৪৩০

  1. 'চারিদিকে অবক্ষয়… নৈতিকতার চরম পদস্খলন! পরিবার-সমাজ-রাষ্ট্র কে ঘিরে রয়েছে অমানিশার কালোমেঘ। রক্ষক ভক্ষকের রূপে… দূর্নীতি আর দুঃশাসনে জনজীবন অতিষ্ট। দুই প্রধান রাজনৈতিক দলের উত্তরাধিকারের ‘সিস্টেমেটিক’ মুলো ঝোলানো সরল-গরল কথোপকথনের ‘কারিসমায়’ ‘হিপনোটাইজড’ দেশের মানুষ। গুম-খুন আর কালোবাজারীদের পরিকল্পিত সিন্ডিকেটের কাছে অসহায় আত্মসমর্পন।'
    ___
    এই আমাদের সামাজিক পরিচয়। ভোগবাদী সমাজের অসহায় মানুষ নামের মানুষ। :(

    1. এমন 'সামাজিক পরিচয়ে' আমার ঘৃণা বোধ হয়, ভাইয়া।

      কিন্তু এই পরিচয়ে বেঁচে থাকতে হবে হয়তো আরো কিছু দিন-মাস-বছর… কে জানে কতকাল। এর ভিতরেই সীমিত পরিসরে যতটুকু পারা করে যাওয়া।

       

      ধন্যবাদ আপনাকে।

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      1. শুভ সকাল মি. মামুন। সারাদিন ভালো কাটুক। ধন্যবাদ। :)

  2. এমন দারুণ উপস্থাপন দেখলে মনে হয় আমার এখনও শেখার অনেক বাকি। 

    1. এক একজনের উপস্থাপন এক একরকম রিয়াদি'

      তবে সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে।

      ধন্যবাদ আপনাকে।

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।