লা রোশফুকো
François VI, Duc de La Rochefoucauld. (১৫ ই সেপ্টেম্বর ১৬১৩ – ১৭ ই মার্চ ১৬৮০) ছিলেন একজন বিখ্যাত ফরাসী লেখক। তাঁর খ্যাতি মুলত দুটি বইয়ের জন্য Maxim and Memoirs. মানব চরিত্রের রহস্য সন্ধানে তিনি ডুব দিয়েছেন মানুষের হৃদয় ও মনের গভীরে আর তুলে এনেছেন কিছু মুক্তো সম অনুবচন যেগুলিকে Maxim বলা হয়ে থাকে।
এই বইটির খ্যাতি তাঁকে সারা পৃথিবীর কাছে পরিচিত করেছে। মানুষের অস্তিত্ব ও স্বভাবের এক নির্মোহ, নির্মম বিশ্লেষণ যা আমাদের আজ ও অবাক করে দেয়। মনে হয়, এ লেখা যেন সমকালে রচিত তিনি যেন একাধারে দার্শনিক, মনস্তাত্ত্বিক ও Moralist. তাঁর এই লেখা যেন এক আয়না যার সামনে দাঁড়াতে আমাদের অস্বস্তি হয় আর আমরা অবাক হয়ে লক্ষ্য করি কি নির্ভুল দক্ষতায় তিনি আমাদের সব Hypocracy উন্মোচন করেন। তাঁর এই Maxim গুলি পড়ার পড়ে সমস্ত নৈরাশ্য ও cynicisim কে ছাপিয়ে জেগে থাকে এক সংবেদনশীল মানুষ।
Maxim থেকে কিছু নির্বাচিত অংশ তুলে দিলাম (অনুবাদক চিন্ময় গুহ)।
Maxim গুলির প্রথমেই তিনি জানিয়েছেন “আমাদের সংবেদন গুলি অধিকাংশ ক্ষেত্রেই ছদ্মবেশী দোষ ছাড়া কিছু নয়”। এবারে সরাসরি তাঁর Maxim গুলির মধ্যে প্রবেশ করিঃ কয়েকটি দেওয়া হলো ….
১. আত্মাভিমানের মতো অত বড় তোষামোদকারী আর কেউ নেই।
২. অন্যের দুঃখ সহ্য করার মত ক্ষমতা আমাদের আছে।
৩. নিজের সমস্ত যুক্তিকে অনুসরন করার ক্ষমতা আমাদের নেই।
৪. আমাদের মেজাজের খামখেয়ালিপনা ভাগ্যের চেয়েও উদ্ভট।
৫. আবেগ যেমন বুদ্ধিমানদের পাগল করে দিতে পারে, তেমনি পাগলদের বুদ্ধিমান।
৬. স্বার্থ চিন্তা যেমন কোনো কোনো লোককে অন্ধ করে দেয়, তেমনি অন্যদের ও আলো দেখায়।
সত্য বলতে লা রোশফুকো প্রসঙ্গে বিন্দু বিসর্গও আমার জানা ছিলো না।
"মানুষের অস্তিত্ব ও স্বভাবের এক নির্মোহ, নির্মম বিশ্লেষণ যা আমাদের আজ ও অবাক করে দেয়" তার প্রসঙ্গে জানবার সুযোগ করে দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ প্রিয় কবিবন্ধু রিয়া।
জানাতে পেরেছি বলে খুশি হলাম বন্ধু। ভালবাসা জানবেন।