কষ্ট যদি পেয়েই যাস
পড়ে শেষ চিঠি
উনুন মাঝে ফেলে দিস
আমার সকল স্মৃতি,
ভালোবাসলেই যদি দুঃখের পাহাড়
শ্বাস চেপে ধরে
আরও দুঃখ তুই ফেরি করে নিস
ভালোবেসে ঘরে,
চোখের জল বাঁধ ভেঙে তোর
এসেই যদি পড়ে
ঝরতে দিস শ্রাবণের ঢল
শেষ ইচ্ছের তরে।
আমি ফিরবো তোর সুপ্ত মননঘরে
ভালোবাসিস দুঃখ, সুখের আঘাত আপন করে
সুখের ঘরে থাকে সত্বীন, দুঃখের ঘরে দুঃখ
দুঃখ ছাড়া এই পৃথিবীর নেই কোনো সুখ।
'আমি ফিরবো তোর সুপ্ত মননঘরে
ভালোবাসিস দুঃখ, সুখের আঘাত আপন করে
সুখের ঘরে থাকে সতীন, দুঃখের ঘরে দুঃখ
দুঃখ ছাড়া এই পৃথিবীর নেই কোনো সুখ।'
এই চারটি লাইনের সত্যতা অপরিসীম। কোন কারণ ছাড়াই অসাধারণ লাগলো।
ভীষণ ভাল লাগলো। আপনি দারুণ লেখেন দাদা।