অটোফেজি প্রয়োজন
বৈসাম্য আর সাম্যবাদী
ফরমানি মৎস্য কাটার মতো-
গলায় করে চুম্ম আদি!
না ফিরা দেশের কথা না ভাবি।
চাপাবাজি আর কিলবাজি-
কোন কিছু্তেই ওরা খায় না
বিবেকটা উল্টোবাজি দেয় না;
নয়ন নিক্ষিলে শুধু ধাপ্পাবাজি !
ঠোঁটের অলি গলিতে সাম্যাবাদী!
বাস্তবতার ধরণিতে বৈসাম্যেকাদি-
এসো না নিজেদের প্রয়োজনে
এ সুযোগে বোধ সাজাই অটোফেজি।
ক্ষণে ক্ষণে যাচ্ছে ফুরে আর হবে না
নাফিরা দেশে গেলে অটোফেজি।
০৭-০৬-১৭
গত বছর এই অটোফেজি শব্দটির সাথে পরিচিত হয়েছিলাম। দূর্দান্ত লিখন।
ভাল লিখেছেন কবিবাবু।