একবার মানুষ হতে হবে
মৃত্যু নিয়তি
কেও কেও খুব ধীরে এগোয় মৃত্যু কুয়োয়
ওপরওয়ালা কাওকে বা একবারে টেনে নেয় মৃত্যু গুহায়;
আমি হাঁটি হাঁটি পা পা করে ডুবছিলাম মৃত্যু কুয়ায়
খুব ধীরে ধীরে
বেশ বুঝতে পারছিলাম শরীরের সাথে স্বত্বার একটা একটা করে সূতা ছিঁড়ছিলো
খুব ধীরে ধীরে শরীর থেকে আত্মার তলিয়ে যাওয়া দেখতে পারছিলাম
অন্ধকার অতলে,
কতক্ষণ দমবন্ধ ছিল কতক্ষণ মনবন্ধ ঠিক মনে নেই;
তারপর খুব হঠাৎই কেও যেন ঠেলে দিল পানির ওপরে
ভুঁস করে ভেসে উঠলাম কুয়ার অতল অন্ধকার থেকে
এক পৃথিবী বাতাস সমস্তটা যেন টেনে নিচ্ছিল ফুসফুস
তারপর চোখ ধাঁধানো আলো
কান্না চোখে অনেকগুলো প্রিয় মুখ,
আছে! ওরা আছে! আমার খুব কাছাকাছি
আমাকে চারিদিক থেকে ঘিরে,
অনেক যুদ্ধ হয়েছে শরীরের সাথে
অনেক যুদ্ধ হয়েছে মনের সাথে
প্রিয়জনেরা চারিদিক ঘিরে আছে
আহ! শান্তি! এবার একটা লম্বা ঘুম;
ওপরআলা কাওকে কাওকে মৃত্যুর রূপরেখা দেখিয়ে আনেন
কিংবা মৃত্যুর স্বরূপ দেখান এক ঝলক;
তারপরের জীবন কি হবে তা নির্ধারণ করতে হয় আমাদেরকেই;
খুব সুস্পষ্ট ইংগিত সময় ফুরিয়ে যাবার।
এবার মাটি হবার আগে একটিবার মানুষ হতে হবে
তবেই না মানব জীবনের সার্থকতা,
নতুবা প্রতিদিন লক্ষ লক্ষ সৃষ্টি ধ্বংস হচ্ছে
কোটি কোটি পশুর মৃত্যু হচ্ছে,
কারণে আর অকারণে;
ওপরওয়ালা মানুষ সৃষ্টি করেছেন
জ্ঞান বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ করে, বিশেষ কারণে;
কেও বোঝে,
কেও বুঝেও চোখ বন্ধ করে চলে যায়, না ফেরার দেশে;
মৃত্যু নিয়তি
সবাইকে যেতেই হয়
মানুষ হয়ে কিংবা পশু হয়ে।
'মৃত্যু নিয়তি
সবাইকে যেতেই হয়
মানুষ হয়ে কিংবা পশু হয়ে।' ____ অসাধারণ কয়েকটি চরণ।
ধন্যবাদ মুরুব্বী
অপূর্ব একটি লেখা পড়লাম। অভিনন্দন কবি দা
ধন্যবাদ রিয়া
মানুষের মত মানুষ একবার হলেই জীবন ধন্য। কারণ… ভালো সঙ্গ খুজে একবার ভালো হলেই সারা জীবন ভালো থাকা যায়।