দৌড়

দৌড়

বুনোবিড়ালের জ্ঞান আর বিবেক এক দাবানলের মাঠ
জীবন আর বাস্তবতা এক স্বার্থপরের আচল উড়া মেঘ;
বৃষ্টি অনাবৃষ্টি অন্ধকারে অনাসৃষ্টির এক মুর্খ পুষা মেষ-
গোলাপ কিংবা কৃষ্ণচূড়া ঝরে পরার এক অবুঝ দৃষ্টি
কি পেলাম শুধু স্বার্থপরতার নির্দয় নীলয় ক্ষীণ পাটি!
এ কেমন বিচারণ বুনোবিড়াল মুখি জ্ঞান বিবেক অর্থের অনর্থ
সু-নামের মানবতা- চাল ছিটালেই উড়ে আসা কাক;
উড়ে এসে জুড়ে বসে জ্ঞান শূন্যতা হিংস্রবোধ
ঐ ভাবেই মৃত্তিকা চলছে চলবে নিরবতা- গুমড়ে পরা
আঁধার নামা টলোমল করা, এক বুনোহাঁস বিবেকের দৌড়।

১১-০৬-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “দৌড়

  1. ভাল চেষ্টা প্রিয় বাউল কবি মি. সরকার। ব্রাভো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য প্রদানের জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———-

  2. দূর্দান্ত কবিবাবু। অনেক ভাল লিখে চলেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি 
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য প্রদানের জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।