গানওয়ালার প্রতি নিবেদন
এইযে আলোর খেলা
দিগন্তরেখা বরাবর উজ্জ্বল জোছনার ছাপ
তার সবকিছুই কী ভুল?
একবার কেউ যদি কথার কানাগলিতে ঢুকে পরে
জলজ পোকাদের মতো ভুলে কাটে তাঁদের জীবন।
এ আমার বিনয় নয়, তবুও
আঙুলের কারুকাজে ফুটিয়ে তুলছি দৃষ্টিনন্দন শিল্প
মেয়ে প্রেম বুঝ? ভালোবাসা?
তার সবটুকু নয় দেহের প্রবঞ্চনা।
সবে তো ময়ূর মেলেছে পেখম
সময়ের ডানায় পরেছে ধূসর মেঘের ছায়া
ও গানওয়ালা এবার একটা গান ধরো প্রেমের।
(জুন ১১ ২০১৬ বিকাল ৩.১১ মিনিট)
বাস্তবতা এবং গম্ভীর এক জীবন বোধের কবিতা। ___ শুভেচ্ছা প্রিয় কবি মি. ইসলাম।
দারুণ লেখা।