দামী সময়

দামী সময়

এখন আর বলে তো কোন লাভ নেই,
সমস্ত উচ্চারণই সম্ভবে নিষ্ফল।
আমার জন্যে তো মূহুর্ত বরাদ্দ নেই,
ব্যর্থ সমস্ত দিন, ও সকাল – বিকাল।

তোমার ডাকের মধ্যে যে কুহকী টান,
নিশিঘোরে হেঁটে গেছি কাঁহা তক্ কাঁহা,
সঘন প্রতিশ্রুতি জারিয়েছে নিদান,
গোছা গোছা মিথ্যে কথা – সুরে পুরবৈয়াঁ।

নাই দিলে কণামাত্র মহার্ঘ সময়,
দিয়েছো তো যত্নে খুঁটে তাবৎ উপেক্ষা।
তাতেই ফলাবো আমি মুক্তো সুনিশ্চয়,
উত্তপ্ত বালু দিয়েছো, ও আমার তিতিক্ষা —

নিশ্চিতে গড়ে নেবে সাজন্ত মনাঞ্চল,
আদিগন্ত কালি মুছে দৃপ্ত চলাচল।

4 thoughts on “দামী সময়

  1. "তোমার ডাকের মধ্যে যে কুহকী টান,
    নিশিঘোরে হেঁটে গেছি কাঁহা তক্ কাঁহা,
    সঘন প্রতিশ্রুতি জারিয়েছে নিদান,
    গোছা গোছা মিথ্যে কথা – সুরে পুরবৈয়াঁ।" ____ চমৎকার সব শব্দের বুনন। গ্রেট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রানিত হলাম বন্ধু

  2. আপনার লেখা ধীরে ধীরে দারুণ লাগছে আমার কাছে দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. উৎসাহ পেলাম বন্ধু

মন্তব্য প্রধান বন্ধ আছে।