চলে যাওয়া

চলে যাওয়া

যখন পাশে কেউ থাকবে না তখন তোমায় খুঁজে নেব
এই যে তুমি একাগ্র আজীবন অপেক্ষায় থাকো
একদিন না দেখলে দু চোখে জল ভরে আসে।

একদিন রামধনু আঁকা আকাশের নীচে
তোমায় রূপকথার গল্প শোনাবো,
একদিন জোছনা আলোকিত রাতে তোমার
চোখের ভাষার সব সৌন্দর্য্য জেনে নেব,
আকাশের হলুদ ছায়ায় তোমার স্মৃতি লিখে যাব।

তারপর চলে যাব অনেক দূর।

তুমি ঘুম ভেঙে জানবে অবাক
তোমার আমি তোমার কাছে সবটুকু জমা রেখে
চলে গেছি পথ প্রান্তর পেরিয়ে ভিন্ন কোনো লোকে ।

2 thoughts on “চলে যাওয়া

  1. লিখা এবং তার সাথে অসাধারণ একটি প্রচ্ছদ আপনার লিখার পরিবেশনাকে অসাধারণ করে তুলেছে। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ওয়াও কবি দি ওয়াও। মুগ্ধ হলাম দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।