মৎসগন্ধা সুখ

মৎসগন্ধা সুখ
……………….

ইরেজারের লম্বা টানে কেটে নিচ্ছি মধ্যসময়
কষ্ট বেলা, মধ্যহ্নসুখ, সন্ধ্যাবেলা আঁধারপাখি
পেনসিলের রেখায় আঁকতে থাকি পৃথিবীর মুখ

মানুষের বুকজুড়ে শুধুই শামুকগন্ধ
ছড়িয়ে পড়ছে দূষিত নিঃশ্বাস

বসিয়েছি গোপন প্রহরা!
নদীর ঘ্রাণে ছুটে আসবে যে মৎসদল
কালো জানে আটকে ফেলবো সব

কোথায় পাব একটা শুদ্ধ বুক
জলআগুনে যাচ্ছে পুড়ে যাচ্ছে আমার মৎসগন্ধা সুখ।

3 thoughts on “মৎসগন্ধা সুখ

  1. চমৎকার লেখা। শুভেচ্ছা নিন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. আরে! আপনি আছেন এখানে? ভেবেছিলাম কোথায় হারিয়ে গেছেন! বৈশাখী ঝড় তো শুরু হয়ে গেছে! অনেক দিন পর আবার আপনার সেই ধারালো কলমের ছোঁয়া পেলাম। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর!!!

  3. অভিনন্দন মি. মোকসেদুল ইসলাম। আপনার ব্যস্ততায় শব্দনীড় আপনাকে মিস করে কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।