বেদুঈন মেয়ে

বেদুঈন মেয়ে

বেদুঈন মেয়ে হেঁটে চলে যায়
নরম পা দুটি পুড়ে বালুকায়।
শুধু খাঁ খাঁ রোদ ধূ ধূ মরুভূমি
ধন্য সে যে আজ নারীর পদ চুমি।

আলুথালু বেশ, রুখুশুখু চুল
ঘাগরি লুটায়, ঝরে খোঁপার ফুল।
ধ্যাবড়ান টিপ, ধ্যাবড়ান কাজল
রুনুঝুনু বাজে না পায়ের দুটি মল।

প্রখর রৌদ্রে মুখ তার রাঙা
ঘাড়ের ওপর খোঁপাটি আছে ভাঙা।
কুসুমিত দেহ অনাদরে ম্লান
হেঁটে চলে মেয়ে হাতে নিয়ে প্রাণ।

দয়িত বুঝি গেছে এই পথে একা
পায়ের চিহ্ন তার বালুপথে আঁকা।
চলে মেয়ে হেঁটে চিহ্ন আঁকা পথে
চোখের জল ঝরে গভীর বেদনাতে।

পাবে কি সে খুঁজে মনের বঁধুয়ারে
যে গেছে হারিয়ে বালুকার পাহাড়ে ?
সহসা মেয়ে বালিতে পড়ে লুটায়ে
মরুভূমির বুকের তপ্ত আশ্রয়ে।

3 thoughts on “বেদুঈন মেয়ে

  1. ছন্দবোধের কারণে পাঁচ তারকা উপহার দিলাম দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.pnghttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. পরপর কয়েকটি অসাধারণ কবিতা উপহার পেয়েছি আমরা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অনেক ভাল লাগল বেদুঈন মেয়ে

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।