চিরসত্যের অনুসন্ধানে
ধীরে ধীরে নক্ষত্রলোকে উজ্জ্বল
তারকাসমূহ প্রকাশে।
সৃষ্টির আদি রহস্য উন্মোচনে ব্যাপৃত মনন
এক নক্ষত্রলোক থেকে অন্য নক্ষত্রলোকে
ধাবমান অনন্ত জিজ্ঞাসা।
ভূমণ্ডলে চরাচর কৌতুহলে উত্সুক দৃষ্টি
কিসের পানে অনুধাবিত ?
কোমলতার প্রতীক কলঙ্কিনী চন্দ্রমা
সীমিত মাধ্যকর্ষণ সশক্তিতে পরিপূর্ণা।
সূর্যের আলোয় আলোকিতা অধরা মাধুরী
মুদ্রিত নয়নতারায় যোগিনীসম রূপলাবণ্য।
অনন্তলোকের যাত্রীর কারণে উন্মোচিত গৃহদ্বারে
পরিপূর্ণতায় পরিতৃপ্ত আত্মাসমূহের সহাবস্থান।
সুখসাগরে দ্রবীভূত অনন্তলোকের যাত্রীর
প্রশ্ন থেকে যায় চিরাচরিত সত্য উদঘাটনে।।