বিশ্ব বাবা দিবস: বিশ্বের সকল বাবাকে শ্রদ্ধা

বিশ্বের সকল বাবাকে শ্রদ্ধা

“কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে
সেই চাহনি ফেলে গেছে সারা আকাশ ছেয়ে।”

আজ বিশ্ব বাবা দিবস। পৃথিবীর সকল বাবাকে জানাই শ্রদ্ধা। ওনাদের আন্তরিক প্রচেষ্টা ও সাধনার ফসল আজকের দিনের সুনাগরিক এই আমরা। কত যে ত্যাগের বিনিময়ে গড়ে উঠে এক একটি সুসন্তান নিজে বাবা মা না হলে বোঝা যায়না। আমি এখন বুঝি পৃথিবীর স্বর্গ হলেন বাবা মা।

বাবা দিবসের ইতিহাস:-

সোনোরা লুইস ডডের মা সন্তান জন্ম দিতে গিয়ে যখন মারা যান, তখন ডডের বয়স ছিল মাত্র ১৬ বছর। আর ডডের বাবা উইলিয়াম জ্যাকসন সবে যুদ্ধ থেকে ফিরেছেন। তারপর থেকেই সে দেখেছে তার বাবা তাদের ছয় ভাই-বোনকে মানুষ করার জন্য রাত-দিন কি কঠিন পরিশ্রমই না করছেন। তারা তাদের মায়ের অভাব বুঝতেই পারেনি বলতে গেলে। যেনো বাবাই তাদের মা। বাবাই ছিলো তাদের সব কিছু।

১৯০৯ সালে ডডের বয়স যখন ২৭ তখন সে অবাক হয়েই দেখলো মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য একটি দিন আছে যে দিনটি বিশ্বের প্রায় সবাই পালন করে। অথচ বাবার প্রতি ভালোবাসা প্রকাশের কোনো দিন নেই, যেন বাবাকে কেউ ভালোই বাসে না।

ডড ভাবলো মা দিবসের মতো বাবা দিবস থাকলে কেমন হয়! কিন্তু তার এ ভাবনা যখন অন্যরা শোনে তখন হেসেই বাঁচে না। এমনকি তাকে নিয়ে এজন্য রঙ্গ-রসিকতা করতেও কেউ বাদ রাখেনি। কিন্তু ডড এতে ভীষণ কষ্ট পেলেও দমলো না একদম, বরং তার মধ্যে জেদ আরো প্রবল হয়ে উঠলো। কারণ সে তার বাবাকে প্রচন্ড ভালোবাসে। তাই সে আন্তরিকভাবে বাবা দিবস পালনের পক্ষে জনমত সৃষ্টি করতে লাগলো। আন-রিক প্রচেষ্টা আর কঠোর পরিশ্রম যে সফলতার মূল চাবিকাঠি সেটা আরেকবার প্রমাণিত হলো। কারণ তার পরের বছর মানে ১৯১০ সালে ওয়াশিংটনের স্পোকান নামে ছোট্ট শহরে (ডডের নিজ শহর) কয়েকটি সংগঠনের উদ্যোগে পালিত হলো বাবা দিবস।

তারপর ১৯১৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিবসকে সমর্থন করেন। এক সময় এটা তাদের জাতীয় আইন সভাতেও স্বীকৃতি পায়। সেই থেকে জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হচ্ছে।

পৃথিবীদের বাবাদের, হবু বাবাদের, বাবাদের সহমর্মীদের “বাবা দিবসের” শুভেচ্ছা।

4 thoughts on “বিশ্ব বাবা দিবস: বিশ্বের সকল বাবাকে শ্রদ্ধা

  1. বিশ্ব বাবা দিবসে বিশ্বের সকল প্রকৃত বাবা'র প্রতি আমারও শ্রদ্ধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় বন্ধু। ভাল থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দিবসগুলি কখনোই আলাদা কোন গুরুত্ব দিয়ে যাপন করা হয়না। সেটা মা-বাবা বা প্রেম দিবসের ক্ষেত্রেও সত্যি।

    1. ব্যক্তিগত ভাবে আমিও এই সব দিবস-টিবস মানিনা। মাতৃপিতৃ ভক্তি আজন্মকালের। ধন্যবাদ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।