ভাঙ্গনের আবরণ

ভাঙ্গনের আবরণ

নিতান্ত নিরুত্তাপ তোমার চোখ
নাগিনীর রক্ত স্রোত
সেই চোখে ভয়
তবুও তৃষ্ণার্ত তুমি
যৌবন জ্বালায় ক্ষয়।

নীলাভ আনন্দ আমার
ভূমি বিহীন রাজা
ভাঙ্গা পুতুল বাসর সাজাই
দুঃস্বপ্নের পোশাক পরে
গাঢ় দুপুরে সাজা।

তবুও সোদা গন্ধে দুজনের জাগরণ
ধোঁয়া উঠা কাপে থাকে
ভাঙ্গনের আবরণ
রং নিয়ে কারকারি
এ কেমন কারবার
ধূসর বেলাতে এসে
ভয় শুধু হারাবার।

ঝিনুকের টিপ গুলো
পুরে হয় সাদা চুন
বাড়ন্ত ঝাউ বন
পুরে যায় কি আগুন !

সৌখিন স্নিগ্ধতা ভেঙে দেও উল্লাসে
কামিনীর পাতা গুলো ঝড়ে যায় মাঝ রাতে
পরাজয় মেনে নিয়ে ভাঙ্গনের রাস্তায়
হৃদয়ের আড়ালে হৃদয়ের হায় হায়।

_____________
২৪/০৭/২০১১

3 thoughts on “ভাঙ্গনের আবরণ

  1. নীলাভ আনন্দ আমার ভূমি বিহীন রাজা …
    ভাঙ্গা পুতুল বাসর সাজাই দুঃস্বপ্নের পোশাক পরে গাঢ় দুপুরে সাজা। ___ চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ভাল লিখেছেন মন 'দা। আপনার উপস্থিতি নেই অতএব মন্তব্য ছোট থাকাই ভাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।